আমার OCD কীভাবে দূর হলো:

আমার ocd কীভাবে দূর হলো:

১. Prodep 20: সকালে ২টা করে।
২. Dementa 5: সকালে ১টা।
৩. Attentin 10: দুপুরে ১টা।
৪. Rispolux 2: রাতে ১টা।

[] Prodep 20 খেলে শুরুতে গলা শুকুয়ে যায় কিন্তু খেতে খেতে পরে আর গলা শুকিয়ে যায় না।

[] Rispolux 2 খেলে শুরুতে অনেক ঘুম ধরে কিন্তু ৪-৫ মাস পর আর বেশি ঘুম ধরে না। শুরুতে Rispolux 2-এর তিন ভাগের ১ভাগ খেতাম রাত ৯টায়, ঘুম ধরতো ১০টায়, প্রায় ৭ ঘন্টার ঘুম হতো। Rispolux পুরোটা খেলে পেটে গ্যাসের সমস্যা হয়, আর গ্যাসের সমস্যা দূর করতে Pantonix 20mg সকালে ও রাতে ১বার খেতে হয়। তবে Rispolux পুরোটা ৪-৫ মাস পর রাত ১০-১১ টায় খেলে ঘুম ভাঙে সকাল ১১-১২-টার সময়, কখনো কখনো আগেও ভাঙে।

[] Prodep 20 সকালে ১টার বেশি খেলে— এটা ভালো লাগে না, সেটা ভালো লাগে না; এটা খেতে মোন চায় না, ওটা খেতে মোন চায় না।

= সুস্থ হতে তাও ১.৫ বছর লাগে। 

<?> ঔষধগুলো (ওপরের সবগুলোই) কি দীর্ঘ অনেক বছর ধরে খাওয়া যেতে পারে? 
= হ্যাঁ।

[] OCD-এর ক্ষেত্রে Cognitive Behaviour Therapy অনেক উপকার দেয়। Cognitive Behaviour Therapy সম্পর্কে chatgpt-তে পড়তে পারেন।
______________________________________________________________
Prodep 20: ১ পাতায় ১০টি ট্যাবলেট থাকে। ১ পাতার মূল্য ৩০ টাকা।
Rispolux 2: ১ পাতায় ১০টি ট্যাবলেট থাকে। ১ পাতার মূল্য ৬০ টাকা।
Attentin 10: ১ পাতায় ১০টি ট্যাবলেট থাকে। ১ পাতার মূল্য ৮০ টাকা।
Dementia 5: ১ পাতায় ১০টি ট্যাবলেট থাকে। ১ পাতার মূল্য ১০০ টাকা।

১ মাসে (৩০ দিন) আমার মোট খরচ হয়: ৬৯০

⚫ যাদের ওসিডি অনেক severe তারা কেন অনেককিছু ভুলে যায়? = আপনি যদি চিন্তার জগতের অনেককিছু মাথায় রাখেন তাহলে স্বাভাবিক জীবনের যেগুলোতে গুরুত্ব দিচ্ছেন না সেগুলো ভুলে যাবেন।
______________________________________________________
⚫ কিছু দোয়া:

১. 
رَبِّ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ

উচ্চারণ- রাব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।

অর্থ- হে আমার প্রভু! আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, তুমিই তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। 
(সূরা আম্বিয়া, আয়াত ৮৩)

> হজরত আইয়ুব (আ.) এই দোয়ার মাধ্যমে দীর্ঘকাল ধরে চলা রোগ-ব্যাধি ও কষ্টের সময় আল্লাহর কাছে ধৈর্যের সঙ্গে সাহায্য চেয়েছিলেন। তিনি বিনয় ও সহনশীলতার পরিচয় দিয়েছিলেন। আল্লাহ তাঁর এই ধৈর্য ও একাগ্রতা পছন্দ করে তাঁকে সম্পূর্ণ আরোগ্য দান করেন এবং আগের সব সম্পদ ও পরিবার ফিরিয়ে দেন।

 ২. 
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি,
ওয়া আউযু বিকা মিনাল 'আজযি ওয়াল কাসালি,
ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি,
ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ-দাইনি ওয়া কাহরির রিজাল।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে উদ্বেগ ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতার থেকে, ঋণের ভার ও মানুষের অত্যাচার থেকে আশ্রয় চাই।

(সহিহ বুখারি, হাদিস নম্বর: ৬৩৬৯
ইমাম বুখারি, كتاب الدعوات - দোআ অধ্যায়।)

> নবি মুহাম্মদ ﷺ নিজেও এই দোয়াটি নিয়মিত পাঠ করতেন এবং সাহাবাদেরকেও তা শিক্ষা দিয়েছিলেন। এটি মানসিক, শারীরিক, আর্থিক ও সামাজিক চাপ থেকে রেহাই পাওয়ার জন্য অত্যন্ত উপকারী ও কার্যকর দোয়া।"

 ৩. 
 أَذْهِبِ الْبَاسَ، رَبَّ النَّاسِ، اشْفِ أَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ: আযহিবিল বা'সা, রাব্বান নাস, ইশফি, আনতা আশ্‌-শাফি, লা শিফায়া ইল্লা শিফাউক, শিফাআন্‌ লা ইউগাদিরু সাকামা।

অর্থ: হে মানুষের পালনকর্তা, কষ্ট দূর করে দাও। তুমি তো শেফা প্রদানকারী। তোমার শেফা ছাড়া কোনো শেফা নেই। এমন শেফা দাও, যা কোনো ব্যাধি অবশিষ্ট রাখবে না।

(সহিহ বুখারি, হাদিস নম্বর: ৫৭৪৩
বই: كتاب الطب, চিকিৎসা সম্পর্কিত অধ্যায়।)

> এই দোয়া রাসূলুল্লাহ ﷺ একটি রোগী (সা'দ ইবন আবি ওয়াক্কাস রা.)-এর জন্য পড়েছিলেন। তিনি তার বুকে হাত রেখে এই দোয়াটি করেছিলেন।

Comments

Popular posts from this blog

অনেক চোর সেন্ডেলও চুরি করে। এতো ছোটো খাটো জিনিস চুরি করে তাদের কী লাভ? এতো যে মশা মারা হয়, তবুও আরও মশা আসে কই থেকে? ইন্টারনেটে এতো যে তথ্য জমা হয়। সেগুলো থাকে কই? লাই ডিটেকটর দিয়ে যদি মিথ্যা কথা ধরা যায় তাহলে পুলিশরা তা ব্যবহার করে না কেন? অনেক নেতারা দুর্নীতি করে কোটি কোটি টাকা আয় করে। এতো কোটি কোটি টাকা দিয়ে তারা করে কী?