আমার ocd কীভাবে দূর হলো: ১. Prodep 20: সকালে ২টা করে। ২. Dementa 5: সকালে ১টা। ৩. Attentin 10: দুপুরে ১টা। ৪. Rispolux 2: রাতে ১টা। [] Prodep 20 খেলে শুরুতে গলা শুকুয়ে যায় কিন্তু খেতে খেতে পরে আর গলা শুকিয়ে যায় না। [] Rispolux 2 খেলে শুরুতে অনেক ঘুম ধরে কিন্তু ৪-৫ মাস পর আর বেশি ঘুম ধরে না। শুরুতে Rispolux 2-এর তিন ভাগের ১ভাগ খেতাম রাত ৯টায়, ঘুম ধরতো ১০টায়, প্রায় ৭ ঘন্টার ঘুম হতো। Rispolux পুরোটা খেলে পেটে গ্যাসের সমস্যা হয়, আর গ্যাসের সমস্যা দূর করতে Pantonix 20mg সকালে ও রাতে ১বার খেতে হয়। তবে Rispolux পুরোটা ৪-৫ মাস পর রাত ১০-১১ টায় খেলে ঘুম ভাঙে সকাল ১১-১২-টার সময়, কখনো কখনো আগেও ভাঙে। [] Prodep 20 সকালে ১টার বেশি খেলে— এটা ভালো লাগে না, সেটা ভালো লাগে না; এটা খেতে মোন চায় না, ওটা খেতে মোন চায় না। = সুস্থ হতে তাও ১.৫ বছর লাগে। <?> ঔষধগুলো (ওপরের সবগুলোই) কি দীর্ঘ অনেক বছর ধরে খাওয়া যেতে পারে? = হ্যাঁ। [] OCD-এর ক্ষেত্রে Cognitive Behaviour Therapy অনেক উপকার দেয়। Cognitive Behaviour Therapy সম্পর্কে chatgpt-তে পড়তে পারেন। ___________________________________________...